Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে মৎস্য অফিস

ধোবাউড়া এর মৎস্য অফিস একটি গুরুত্বপূর্ণ অফিস। ধোবাউড়া তথা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। মৎস্য কর্মকর্তা ও কর্মচারী সবাই মিলে ধোবাউড়ার মাছ চাষিদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে মাছ চাষ বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

মৎস্য ও চিঙড়িসহ অন্যান্য জলজ সম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ঠ জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষী তথা বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে কাংক্ষিত উন্নয়ন সাধন।

মৎস্য ও চিঙড়িসহ অন্যান্য জলজ সম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ঠ জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষী তথা বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে কাংক্ষিত উন্নয়ন সাধন।

এক নজরে ঈশ্বরগঞ্জ উপজেলার মৎস্য বিষয়ক তথ্যাবলী

০১. উপজেলার আয়তনঃ ২৫১ বর্গ কিলোমিটার

০২. লোক সংখ্যাঃ ১.৯৬ লক্ষ                       

০৩. পৌরসভাঃ- নাই

০৪. ইউনিয়নঃ ০৭ টি

০৫. হাট বাজারের সংখ্যাঃ ক) দৈনিক- ২০ টি      খ) সাপ্তাহিক-১০ টি

০৬. মৎস্য আড়তের সংখ্যাঃ ০৩টি

০৭. বরফ কলের সংখ্যাঃ ১ টি

০৮. জলমহালের সংখ্যাঃ ০ টি

০৯.  নদীঃ ০৭টি, আয়তন-১৬৫১ হে:

১০. খালের সংখ্যাঃ ০৩টি

১১. বিলের সংখ্যাঃ ০৭টি

১২. পুকুরের সংখ্যাঃ ৮২২৫ টি, আয়তন-১৬৬৪.৯৮ হে:

১৩. খাস পুকুরের সংখ্যাঃ ০ টি, আয়তন- ০ হে:

১৪. নিবন্ধিত মৎস্য হ্যাচারীঃ (ক) সরকারীঃ ০ টি            (খ) বেসরকারীঃ ০২ টি

১৫. মৎস্য নার্সারীর সংখ্যাঃ ২৫টি

১৬. মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ প্রকল্প সংখ্যাঃ ০টি, সুফলভোগীর র্সংখ্যা-পুরুষ-০ জন, মহিলা-০ জন

১৭. ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়): ৪

                        গূরুত্বপূর্ণ কার্যক্রম: ক) প্রদর্শণী স্থাপন

                                                খ) ট্রেনিং

                                                গ) মাঠ দিবস

                                                ঘ) মতবিনিময় সভা

 

১৮. ন্যাশনাল এগ্রিকালচারালটেকনোলজি প্রোগ্রাম ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২):

                        সিআইজি সংখ্যা: ১৪ টি

                        গূরুত্বপূর্ণ কার্যক্রম: ক) প্রদর্শণী স্থাপন

                                                খ) ট্রেনিং

                                                গ) মাঠ দিবস

                                                ঘ) এক্সটেনশন মাইক্রোপ্লান

১৯. মাছের চাহিদাঃ ৪২৯৮.৬২ মে.টন

            উৎপাদনঃ ৬৬৩৮.৯৪ মে.টন।

            উদ্বৃত্তঃ ২৩৪০.৩২ মে.টন।